বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মক্কা মদিনার ছবিযুক্ত জায়নামাজ ব্যবহারের হুকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: সাধারণত আমরা জানি, যে কোন প্রাণীর ছবি আঁকা এবং তা ঘরে রাখা বা প্রাণীযুক্ত ছবির আসবাব ব্যবহার করা সম্পর্ণরূপে ইসলামে নিষিদ্ধ। প্রাণ ছাড়া জিনিসের  ছবি আঁকা বা রাখা কিংবা তা ব্যবাহারে কোন সমস্যা নেই।

তবে হ্যাঁ, ইসলামের শেয়ার তথা দ্বীনের পরিচয় বহন করা চিহ্ন, প্রতিকের ছবি, ব্যবহার করা, যেমন বায়তুল্লাহ শরীফ ও মসজিদে নববির ছবিযুক্ত জায়নামায ব্যবহার না করাই উত্তম। কেননা, তা আমাদের কাছে সম্মানের। তাই যথাসম্ভব এসব সম্মানিত ছবির উপর বসা বা পা রাখা উচিৎ নয়।

সূত্র: বাদায়ে ৫/১২৬, আদ্দুররুল মুখতার ১/৬৪৮, তাহতাবি ৪১৭।

আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ