বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


১০ কোচিং সেন্টারে র‌্যাবের সিলগালা, ৮ জনকে দণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে গোপনে কার্যক্রম চালানো ১০টি কোচিং সেন্টার সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বিভিন্ন অংকের অর্থ দণ্ড দেয়া হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে এ সব আদেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কোচিং সেন্টারগুলো হল মুহাম্মদপুরের ম্যাক, লুমিনাস ও পাসওয়ার্ড কোচিং সেন্টার। ধানমণ্ডির উদয় কোচিং সেন্টার।

জিগাতলার নব দিগন্ত একাডেমিক কোচিং, জয়যাত্রা, অনন্য ড্রিমস অ্যান্ড ক্রিয়েটিভ ও ব্রেইজ কোচিং সেন্টার এবং ফার্মগেটের ম্যাবস ও মবিডিক কোচিং সেন্টার।

এ সব কোচিং সেন্টার নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ জন্য সবগুলো কোচিং সেন্টারকে ‘সিলগালা’ করে দেয়া হয়েছে বলে জানান।

উল্লেখ্য , এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরু হওয়ার সাত দিন আগে থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ