শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিজয়ী হতে না পেরে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিএনপি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নির্বাচনে আসার আগেই হেরে গেছে এবং নির্বাচনে বিজয়ী হতে না পেরে এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আওয়ামী লীগের ৮৭ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়েছে। তবে উপজেলা পরিষদে শুধু চেয়ারম্যান পদপ্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। এই অবস্থায় সরকারের করণীয় কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখনো নালিশ আর নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ