শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

চলছে ইসলামী আন্দোলনের ‘পরিচ্ছন্ন’ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সুন্নাতের আমল করি, পরিচ্ছন্ন নগর গড়ি’ শ্লোগান নিয়ে, দুষণমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়।

আজ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ও উদ্বুদ্ধকরণে প্রচারপত্র বিতরণ করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাঠানো এক বিবৃতিতে জানা যায়, দলটির বিভিন্নস্থরের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে বায়তুল মোকাররম উত্তরগেট এলাকার সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।

পরিচ্ছন্নতা অভিযান শুরুর পূর্বে ‘সুন্নাতের আমল করি-পরিচ্ছন্ন নগর গড়ি’ শ্লোগান বিষয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধুদ্বকরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঢাকার ৫৮ টি খাল দখল মুক্ত করতে জনমত গঠন করতে হবে। ময়লা-আবর্জনা পরিবহনের ক্ষেত্রে ইঞ্জিন ও ইঞ্জিনবিহীন গাড়িতে ঢাকনা সংযোজন করা বাধ্যতামূলক করতে হবে। নগরীর জনসংখ্যা বিবেচনায় পর্যাপ্ত পরিমান পাবলিক টয়লেট নির্মাণ করে ইজারা পদ্ধতি বাতিল করে সর্বসাধারণের জন্য পাবলিক টয়লেট উন্মুক্ত করতে হবে।

ডিজিটাল সাইনর্বোড, সকল গণপরিবহন, যাত্রী ছাউনিসহ পাবলিক প্লেসগুলোতে সরকারীভাবে জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করতে হবে। ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সকল সংবাদ মাধ্যমে জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করতে হবে। স্কুল-কলেজ, মাদরাসা-মসজিদসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম কবিরসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ