বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইথিওপিয়ায় ২টি মসজিদে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চালের একটি এলাকায় আগুন দিয়ে দুইটি মসজিদ পুড়িয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার এ ঘটনার পর দেশটির আঞ্চলিক ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিল বলেছে, আন্তঃধর্মীয় দ্বন্দ্ব ও সংঘর্ষ উস্কে দিতেই এইঘটনা ঘটানো হয়েছে।

কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ইথিওপিয়ার আমহারা প্রদেশের দক্ষিণ গোন্ধার এলাকার এসত নামক স্থানে মসজিদে আগুনদেয়ার ঘটনা ঘটে।

আমহারা মিডিয়া এজেন্সি থেকে প্রকাশিত খবর অনুযায়ী কাউন্সিল সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ হাসান বলেছেন,‘যারা ধর্মকে ব্যবহার করে সারাদেশে অস্থিরতা ও ধ্বংসলীলা ছড়িয়ে দিতে চায়, তারাই এই ঘটনা ঘটিয়েছে।’

পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইথিওপিয়ার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মুসলিম। আর বাকিদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের বিভিন্ন শ্রেণীর অন্তর্ভূক্ত।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ