শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


‘গণভবনে চা খাইয়ে নির্বাচনের বৈধতা অর্জন করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে দুর্নীতি দিন দিন বেড়েই চলছে। নৈতিক অবক্ষয়ের কারণে পারিবারিক বন্ধনের উপর চরম আঘাত এসেছে।  তাই গোটা মানব জাতির কল্যাণের জন্যে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকট চলছে তার মূলে রয়েছে দেশে দীর্ঘ দিন যাবৎ জনপ্রতিনিধিত্বশীল সরকারের অনুপস্থিতি। ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি আর জালিয়াতির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কোনভাবেই জনগণের সরকার হতে পারে না। গণভবনে চা-নাস্তা খাইয়ে এ নির্বাচনের বৈধতা অর্জন করা যাবে না।

তিনি আরও বলেন, আর বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে কোনভাবেই সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই রাজনৈতিক সংকট দূর করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মজলিসে শূরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজয়নরস্থ মজলিস মিলনায়তনে শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০১৯-২০ সেশনের জন্যে শূরা সদস্যদের গোপন ভোটে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হন যথাক্রমে শেখ গোলাম আসগর ও মাওলানা আজীজুল হক।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

উপস্থিত ছিলেন যুগ্মমহাসিচব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মো: আবদুল জলিল, মোঃ ফয়জুল ইসলাম, মুফতি ওযায়ের আমীন প্রমুখ। অধিবেশনে ২০১৯-২০ সেশনের জন্যে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর জন্যে ৪৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।

নির্বাচিত কমিটি হচ্ছে: সভাপতি- শেখ গোলাম আসগর, সহ-সভাপতি- মাওলানা আবদুল মান্নান, ডাঃ মোঃ রিফাত হোসেন মালিক, মাওলানা শরিফুল ইসলাম, মুহাম্মদ জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক- মাওলানা আজীজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক- সাহাব উদ্দিন আহমদ খন্দকার, তাওহিদুল ইসলাম তুহিন, সহ-সাধারণ সম্পাদক- মোঃ আবুল হোসেন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

প্রশিক্ষণ সম্পাদক- মুন্সি মুস্তাফিজুর রহমান ইরান, সহ-প্রশিক্ষন সম্পাদক- মুফতি সাইফুল হক, সমাজকল্যাণ সম্পাদক- হাজী মুহাম্মদ হারুনুর রশিদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- এইচ এম হুমায়ুন কবির আজাদ, মুফতি আজিজুল হক, বায়তুলমাল সম্পাদক- মল্লিক মুহাম্মদ কিতাব আলী, এম এ সালাম, সাংস্কৃতিক কাজী আরিফুর রহমান, সাহিত্য সম্পাদক কবি শামসুল করিম খোকন।

আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট শায়খুল ইসলাম, সহ- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শোয়াইব আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক- মাওলানা ফারুক আহমাদ ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক- মুহাম্মদ সিদ্দিকুর রহমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক- মাওলানা শরীফ আহমদ উল্লাহ, প্রচার সম্পাদক- মুহাম্মদ সেলিম হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, ব্যবসায় ও শিল্প বিষয়ক সম্পাদক কামাল হোসেন।

পেশাজীবি সম্পাদক ড. এম এম রহমান, অফিস ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, সদস্য- মুহাম্মদ হোসনে খান, মুহাম্মদ আবদুর রহমান, মাওলানা আবদুল হান্নান, আমীর আলী হাওলাদার, মাহবুবুর রহমান চৌধুরী, মুফতি আনিস আনসারী, আনিসুর রহমান শিপলু, মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মাওলানা আবুল হোসাইন, মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ মাসুদ হোসাইন, মাওলানা ইউসুফ আবদুল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ