শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

‘গুনাহের কথা মনে হলে নামাজে দাঁড়াবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ আবদুল্লাহ: রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও হযরত আবরারুল হক রহ. এর খলিফা মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান বলেছেন, যখন গুনাহের কথা মনে হবে তখন অযু করে নামাযে দাঁড়িয়ে যাবেন। অথবা জিকির বা কুরআন তেলাওয়াত করবেন। আল্লাহর ওলি হতে চান? অথচ গুনাহ ছাড়বেন না! গুনাহ না ছেড়ে কেউ আল্লাহর ওলি হতে পারে না।

৩১ জানুয়ারি বৃহস্পতিবার যাত্রাবাড়ী মাদরাসার শাহী জামে মসজিদে এশার নামাযের পর মাসিক শবগুজারি ইসলাহি বয়ানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মনে রাখবেন, গোনাহ এবং পাপ ইহকাল এবং পরকালের জন্য সর্বনাশের কারণ। তাই সর্বপ্রকার গোনাহ থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকুন। অন্যথায় ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহপাকের কঠোর আজাবে আক্রান্ত হতে হবে।

আল্লামা মাহমূদুল হাসান আরও বলেন, আমার সাথে যারা মুহাব্বত রাখেন, তারা অবশ্যই অযু করে ঘুমাবেন। প্রতিদিন ঘুমানোর আগে দুই রাকাত নামায পড়ে মুরাকাবা করে ঘুমাবেন। এতে আত্মশুদ্ধি হবে। আল্লাহ সাথে মুহাব্বত বাড়বে।

যারা এখনও কুরআন শুদ্ধ করে পড়তে পাড়েন না, তারা কমপক্ষে নামাযের জন্য প্রয়োজনীয় সূরা ও তাশাহুদ, দু'আয়ে মাসুরা, দু'আয়ে কুনুত ইত্যাদি অতিসত্বর শিখে নিবেন। আপনাদের জন্য কুরআন ও শরীয়তের মাসআলা-মাসায়েল শিক্ষা করা এখন অত্যন্ত সহজ। কোনো হুজুর বা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এগুলো শিক্ষা করবেন।

তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা গুনাহ ও নেকি লিখার জন্য খাতা তৈরি করেন। গুনাহ ও নেকি লিখে হিসাব করবেন, কোনটা বেশি ও কোনটা কম। খাওয়া কমিয়ে দেন। হালাল খাবার খান, দেখবেন এমনিতেই খাওয়া কমে গেছে। ঘুম কমিয়ে দেন। দৈনিক ৫ ঘন্টা ঘুমের অভ্যাস করুন। অহেতুক কাজে বা খারাপ লোকদের সাথে মেলামেশা কমিয়ে দেন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, দেখবেন আপনার দ্বারা কোনো অপরাধ বা গুনাহ হবে না।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ