শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বাংলাদেশের কাছে বিএসএফের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।

ভারতীয় সীমান্তরক্ষী এ বাহিনী শনিবার দুপুরে উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো লাইনের কাছে দু‘দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে এ দুঃখ প্রকাশ করে।

ওই বৈঠকে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রংপুর ৬১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শরীফ।

অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের কোচবিহার ১৪৮ বিএসএফ কমান্ডার বানাম্বার শাউ।

শুক্রবার রাতে চোরকারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের একটি বাড়িতে বিএসএফের দুই সদস্য হামলা করে। ঘটনাটি ঘটে সেখানকার আন্তর্জাতিক ৮৪১ নম্বর সীমান্ত পিলারের ৬ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায়।

পরে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে বিএসএফের এক সদস্য অস্ত্র (রাইফেল) ও ওয়াকিটকি এবং অপর সদস্য ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরেই সীমান্তের ওপারে বিপুলসংখ্যক বিএসএফের উপস্থিতি দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও সতর্ক অবস্থান নেয়। সে কারণে শনিবার পতাকা বৈঠকে বসে দু‘দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন রংপুর ৬১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শরীফ বলেন, ‘বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ কমান্ডার দুঃখ প্রকাশ করেছেন। আর তাদের ফেলে যাওয়া একটি অস্ত্র (রাইফেল) ও ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।’

আরআর

 


সম্পর্কিত খবর