শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


এরশাদের অবস্থা ‘খুবই নাজুক’, সিঙ্গাপুর যাচ্ছেন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা ‘খুবই নাজুক’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান। তিনি আরও জানান, চিকিৎসার জন্য আগামীকাল রবিবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আবারও সিঙ্গাপুরে নেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক। চারদিন পরপর তাকে রক্ত দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদন কমে গেছে। যদি তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় তবে রোববার তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।

এদিকে, এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে।

কেপি


সম্পর্কিত খবর