বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


১৪ দলের শরিকদের বিরোধী দলের ভূমিকায় চায় আ.লীগ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১৪ দলের শরিকদের বিরোধী দলের ভূমিকায় দেখতে চায় আওয়ামী লীগ। আমাদের শরিকরা যদি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তা হলে সেটি সরকার ও শরিকসহ সবার জন্য ভালো হবে।’

১৯ জানুয়ারি আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,‘কন্সট্রাকটিভ অপজিশন যখন পার্লামেন্টে থাকবে,তখন সরকারি দল কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে এবং বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে।’

শরিকরা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তা হলে তাদের বিরোধী দলে থাকা কতটা সমর্থনযোগ্য-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দলের সঙ্গে আমাদের আদর্শিক জোট। ১৪ দলের শরিকদের সঙ্গে আমাদের কোনোরকম টানাপোড়েন নাই। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ