বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

মাত্র ১৯ ভোটে রক্ষা থেরেসা মে’র সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিন দুই আগে ব্রেক্সিট ইস্যুতে বিশাল ধাক্কা খেলেও আস্থা ভোটে কোনোমতে জয় পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে। মাত্র ১৯টি ভোটে জয়ী হয়ে টিকে গেছে তার সরকার।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, গতকাল টেরেসা মে’র সমর্থনে ৩২৫টি ভোট পড়ে। বিপক্ষে ভোট যায় ৩০৬টি।

এর আগের দিনই যেভাবে ২৩০ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন মে, তাতে মনে করা হচ্ছিল হয়, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন, নয়তো আস্থা ভোটেও গোহারা হবেন। কিন্তু এ দিনের এই ভোটের পর নিঃসন্দেহে স্বস্তিতে ব্রিটেন সরকার।

সোমবার বিরোধীদের সঙ্গে আলোচনার সময় থেরেসা মে ব্রেক্সিট চুক্তির বিকল্প আনার কথা বলেন। মঙ্গলবার ব্রেক্সিট চুক্তিকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনা চলে। এরপর ভোট হয়।

ব্রেক্সিট চুক্তি পাশে ব্যর্থ হওয়ার সুযোগ নিয়ে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবাইন তাৎক্ষণিকভাবে থেরেসা মে’র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সংসদের অন্য বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, প্লাইড কামরি ও গ্রিন পার্টি এই অনাস্থা প্রস্তাবে সমর্থন দেয়।

এরপর গতকাল ব্যক্তিগতভাবে মিটিং করার জন্য দলীয় নেতাদের আহ্বান জানান টেরেসা। প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

যদিও লেবার পার্টির নেতা জেরেমি করবাইন থেরেসা মে’কে আক্রমণ করেন। বলেন, ‘মে একটি পুতুল সরকার চালাচ্ছেন। যারা ব্রেক্সিট চুক্তিটিও অর্থহীন। তাই মে’র পদত্যগ করা উচিত।’

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ