শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘দলিত বলে মায়ের মরদেহ সাইকেলে একাই বয়ে নিয়ে গেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলিত তাই মায়ের শেষকৃত্যে অংশ নিতে রাজি হননি প্রতিবেশীরা। একাই সেই দায়িত্ব পালন করল ১৭ বছরের সরোজ।

ভারতের ওড়িশার প্রত্যন্ত গ্রাম করপাবহলের হিন্দু দলিত পরিবারের বাসিন্দা সে। বাবার মৃত্যুর পর থেকে মা ও বোনের সঙ্গে মামা বাড়িতেই মানুষ হয়েছে সরোজ। দলিত বলে গ্রামে বিধিনিষেধের অন্ত ছিল না। তা বলে মায়ের মৃত্যুর পরেও যে কেউ এগিয়ে আসবে না সেটা ভাবতে পারেনি সে।

সরোজের মা (৩৫) জানকি সিংহানিয়া‌র মৃত্যু হয় দুর্ঘটনায়। জল আনতে গিয়ে পা ফস্কে পড়ে যান তিনি। তাতে চরম আঘাত লাগে মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ।

চরম দুঃসময়েও যারা পাশে দাঁড়ালেন না তাদের কাছে দয়া ভিক্ষা না করেই একাই সে দায়িত্ব পালন করল সরোজ। একটি বাঁশের কাঠামো তৈরি করে তার উপর মায়ের দেহ রেখে সেটি সাইকেলের পিছনে বেঁধে একাই নিয়ে যায় সে ।

দলিত বলে গ্রামে শশ্মানেও নিষেধাজ্ঞা রয়েছে। তাই গ্রামের পাশের জঙ্গলে গিয়ে মায়ের দেহ সমাধিস্থ করে এ হিন্দুটি। হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ