শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


গাজায় ইসরায়েলি হামলায় এক নারী নিহত, আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার:  ইসরায়েলি সেনাবাহিনীর বিপক্ষে ফিলিস্তিনের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীদের উপর নির্বেচারে হামলা ও নির্যাতন চালায় ইসরায়েলি সেনারা। এতে এক নারী নিহত ও আহত হয়েছেন আরো ১৪ জন।

আল আরাবিয়া উর্দু নিউজের বরাতে জানা যায়, গতকাল শুক্রবার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের উপর এ নিষ্ঠুরতা চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি সেনারা বুলেট, সাউন্ড বোম এবং সরাসরি বোমা বর্ষণ, টিয়ারগ্যাস বর্ষণের কারণে এক নারী নিহত ও ১৪ জন নাগরিক আহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদের ফিলিস্তিনি এক নারীর মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, পূর্বগাজায় প্রতিবাদকালে এ নারী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন বলে জানান তিনি। কিন্তু তার পরিচয় জানানো হয়নি।

উল্লেখ্য, ৩০ মার্চ ২০১৮ থেকে আজ পর্যন্ত গাজার সীমান্তে সংঘর্ষ অব্যহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ফিলিস্তিনি প্রতিবাদকারীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আসছে। যার ফলে এ পর্যন্ত ২৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি।

আল-আরাবিয়া উর্দু থেকে ইসমা্ঈল আযহারের অনুবাদ

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ