শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


গালি দিলেই জরিমানা ও কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সংযুক্ত আরব আমিরাতে নতুন আইন অনুযায়ী কাউকে গালি দিলে কারাদণ্ড ও বেশ বড় অংকের জরিমানার কথা রয়েছে।

দেশটির আইন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কাছে আপত্তিকর কিছু পাঠানো হলে সেটাকে আইনত সাইবার ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়। এই আইনে অভিযুক্তরা আড়াই থেকে ১০ লাখ আমিরাতি দিরহামের সাজা অথবা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

আন্তর্জাতিক আইনি সংস্থা আল ওয়াসেল এর আইনজীবী মুহাম্মদ আজব বলেন, কাউকে হেয়প্রতিপন্ন করার ক্ষেত্রে ফৌজদারি আইনে শাস্তি হবে কি না তা নির্ভর করে সেটা মুখোমুখি বা প্রত্যক্ষভাবে হয়েছে নাকি অনলাইন অথবা সামাজিক মাধ্যমে হয়েছে।

এমনই ঘটরা ঘটেছিলো ২০১৭ সালের অক্টোবরে। এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে এক নারীকে ‘হাবলা’ বলায় তার নামে মামলা হয়। আর এ কারণে জরিমানা গুণতে হয় ২০ হাজার দিরহাম। তাছাড়া চলতি মাসের শুরুতে শারজায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক ব্যক্তি তার সহকর্মীকে ‘নগণ্য’ বলায় এখনো তার বিরুদ্ধে মামলা চলছে।

মামলার অভিযুক্তরা এ বিষয়ে বলছেন, নিছক মজা করার জন্য তারা এ ধরনের শব্দ লিখেছেন। কিন্তু যাদের কাছে এসব বার্তা পাঠানো হয়; তারা বিষয়টিকে গুরুতরভাবে নিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ