বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


৫ গণমাধ্যম মালিক ঠাঁই পেলেন মন্ত্রীসভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এবারের মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন ৫ গণমাধ্যম মালিক।

গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদে ঠাঁই পাওয়া পাঁচ গণমাধ্যম মালিকের মধ্যে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) ও সারাবাংলা ডট নেটের মালিক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত) পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

দৈনিক প্রতিদিনের মালিক মু. তাজুল ইসলাম (কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচিত) পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত) শিল্প প্রতিমন্ত্রী, দুরন্ত টেলিভিশনের মালিক মো. শাহরিয়ার আলম (রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত) পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজয় টেলিভিশনের মালিক মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত) শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ