শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পদত্যাগ করলেন মালয়েশিয়ার রাজা সুলতান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার ১৫তম রাজা সুলতান মোহাম্মদ ভি পদত্যাগ করলেন । মালয়েশিয়ার রাজার পদটি পরিচিত ‘ইয়াং দি-পেরতুয়ান আগং’ নামে

রোববার রাজপরিবারের হিসাব নিরীক্ষক দাতুক ওয়ান আহমদ দাহলান আজিজ এক বিবৃতিতে   একথা জানান বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম দ্য স্টার অনলাইন।

বিবৃতিতে তিনি বলেন, সংবিধানের ৩২(৩) অনুচ্ছেদ অনুসারে পদত্যাগ করেছেন রাজা। বিষয়টি রাজপরিবারের পক্ষ থেকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হয়েছে।

ওয়ান আহমাদ বলেন, রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাজা তার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন। তিনি দেশের স্থিতিশীলতার ধারক, ন্যায়বিচারে কঠোর , ঐক্যের প্রতীক হিসেবেও ভূমিকা পালনের চেষ্টা করেছেন।

মালয়োশিয়ার ১৫তম ইয়াং দি-পেরতুয়ান আগং হিসেবে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর তাকে বেছে নেয়ায় তিনি দেশটির শাসকদের প্রতি ধন্যবাদ জানান।

দায়িত্ব পালনকালে দেশটির প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার তাকে সহযোগিতা করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ওয়ান আহমাদ বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তার প্রতি যে আত্মত্যাগ ও আন্তরিকতা দেখানো হয়েছে, তার জন্য তিনি গর্বিত।

জনগণ সমঝোতা ও কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে মালয়েশিয়ার সার্বভৌমত্ব, শান্তি ও সংহতি বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজা।

বর্তমানে রাজা নিজের রাজ্য কেলানতানে ফিরে যেতে মনস্থির করেছেন।

-আর এইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ