শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জীবনের জন্য শয্যাশায়ী কিডনি বিক্রির টাকায় আইফোন কেনা সেই ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১১ সালে ছেলেটি আইফোন ফোর কেনার জন্য কিডনি বিক্রি করেছিল৷ দুনিয়াজুড়ে খবর হয়েছিল চীনের বাসিন্দা ওয়্যাং। কিডনি বিক্রি করে ওয়্যাং পেয়েছিল ৩ হাজার ২০০ মার্কিন ডলার। তা দিয়ে কিনেছিল আইফোন ফোর৷ তারপর? সেই ওয়্যাং এখন জীবনের মতো শয্যাশায়ী৷ আজ সে বুঝেছে, জীবনের চেয়ে বড় কিছুই নয়।

আসলে কিডনি বিক্রির সময় করা অপারেশন সফল হয়নি৷ তখন সেও তা টের পায়নি৷ পরে সে খেয়াল করে অস্ত্রোপচারের ঘা শুকাচ্ছে না৷ ডাক্তার দেখায়৷ দেখা যায়, ক্ষতে সংক্রমণ হয়েছে৷ সেই ইনফেকশন ছড়িয়ে গেছে অন্য কিডনিতেও।

১৭ বছরের ওয়্যাং এখন শয্যাশায়ী৷ ডাক্তাররা বলছেন, কোনও কাজ করতে পারবে না ওয়্যাং৷ কারণ, বেড রেস্ট-ই তার অসুখের একমাত্র ওষুধ৷

২০১১ সালে বেরিয়ে ছিল আইফোন ফোর৷ সে বছর ওই ফোনটি ছিল সবচেয়ে ট্রেন্ডিং৷ তারপর ৭ বছর কেটেছে৷ এখন আইফোন এক্সএস চলে এসেছে বাজারে৷

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ