শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আমীনুল ইসলাম হুসাইনী'র 'ভেজাল' ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল চাচার স্বাস্থ খারাপ
নেয় না মুখে কিছু
বাজার থেকে দিলাম এনে
টুকটুকে লাল লিচু।

লিচুর দিকে তাকিয়ে চাচা
বলেন ওরে লোটা
ফরমালিনে ভরা এ যে
দিস নে মুখে ওটা।

দিলাম তখন আপেল কেটে
দিলাম ডালিম বেশটা
চাচা বলেন সবই ভেজাল
ভেজালে শেষ দেশটা।

ফলে ভেজাল জলে ভেজাল
ভেজাল যে সব পথ্যে
আইনে ভেজাল লাইনে ভেজাল
ভেজাল ভরা তথ্যে।

চালে ভেজাল ডালে ভেজাল
ভেজাল নাই আর কি সে?
ভেজাল আছে ঔষুধেও
ভেজাল আছে বিষে।

এইচএএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ