বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আফগান সীমান্তে ৫০০ কি.মি কাঁটাতারের বেড়া পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান-আফগানিস্তান অভিন্ন সীমান্তের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। খাইবার পাকতুনখোয়া বা কেপি অঞ্চলে এ বেড়া দেয়ার কাজ শেষ করেছে পাক সেনাবাহিনী।

এ বেড়ায় নিরাপত্তা ক্যামেরা ও গতি নির্ণয়কারী যন্ত্রও বসানো হয়েছে। পাক-আফগান তোরখাম সীমান্ত পরিদর্শনকারী পাকিস্তানি সাংবাদিকদের এ সব তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ১,৪০৩ কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। গত বছর এই সীমান্তে বেড়া দেয়ার কাজের প্রথম পর্যায় শুরু করে পাক সেনাবাহিনী।

নির্দিষ্ট এ সময়ের আগেই বেড়া দেয়ার কাজ শেষ হয়েছে। ফলে সন্ত্রাসবাদ এবং চোরকারবারী উল্লেখযোগ্য ভাগে কমেছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে বলেও জানা যায়। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ