বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বরগুনার ডিসি কবির মাহমুদকে উড়ো চিঠিতে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুই সংসদীয় আসনের নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে উড়ো চিঠি দিয়ে হুমকি দিয়েছে।

শুক্রবার বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, বৃহস্পতিবার আমার নামে ডাকযোগে একটি চিঠি আসে।

সেটি খুলে দেখতে পাই, বরগুনার দুই সংসদীয় আসনের নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে আমি ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মুহা. মারুফ হোসেন  এ বিষয়ে বলেন,  উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেয়ার বিষয়ে জেলা প্রশাসকের তেমন চিন্তিত হওয়ার কেনো কারণ নেই। তবে যারা এমন ভীতি ছড়ানোর ব্যর্থ  চেষ্টায় মেতেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

পুলিশ সুপার মারুফ প্রশাসক কবির মাহমুদকে আশ্বস্ত করেন, পুলিশ -প্রশাসন তার এবং পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেছে।

ফরিদপুর জেলা প্রশাসককে প্রাণনাশের হুমকি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ