বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ফরিদপুর জেলা প্রশাসককে প্রাণনাশের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উড়োচিঠির মাধ্যমে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

ডাকযোগে পাঠানো অজ্ঞাত ব্যক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে এমন হুমকি দেয়া হয়।

জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করা হবে বলেও জানানো হয় ওই চিঠিতে।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া গণমাধ্যমকে জানান, খামের ওপর গোপনীয় লেখা চিঠিটি অফিসের সিএ’র মাধ্যমে তার হাতে আসে। লাল ও সবুজ কালি দিয়ে লেখা চিঠিটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার জন্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ