বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘ক্ষমা চেয়ে ক্ষমতায় গিয়ে মানুষকে দুর্বিষহ করে তোলার দিন শেষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সিইসি বারবারই লেভেল প্লেয়িং ফিল্ড-এর কথা বললেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে প্রচার ও গণসংযোগের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই স্বীকার করেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই।

সিইসিকে মেরুদণ্ডহীন বলে পীর সাহেব চরমোনাই বলেন, এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করুন। অন্যথায় দেশবাসী বারবার আপনাদেরকে ঘৃণা ভরে স্মরণ করবে।

পীর সাহেব বলেন, এবারের নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনের মত হলে, দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। তিনি দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস, মাদক, দারিদ্র্য, বেকারত্বসহ জাতীয় সকল সমস্যা থেকে মুক্তি পেতে হলে হাতপাখা প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

১৮ ডিসেম্বর ঢাকা-৭, ১১, ১২ ও ১৮ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থীদের পক্ষে পৃথক পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভাসমুহে বক্তব্য রাখেন, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-৭ এর প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। ঢাকা-১১ এর আলহাজ্ব আমিনুল ইসলাম। ঢাকা-১২ এর এ্যাডভোকেট শওকাত হোসেন হাওলাদার। ঢাকা-১৮ এর আলহাজ্ব আনোয়ার হোসেন।

তিনি বলেন বিজয়ের ৪৭ বছর অতিবাহিত হলেও ভোটাধিকারসহ এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতাসীনরা জোর জবরদস্তি করে ক্ষমতায় যেতে চায়, যা গণ ইচ্ছা বিরোধী।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পীর সাহেব বলেন, বার বার ক্ষমা চেয়ে ক্ষমতায় গিয়ে দুর্নীতি দুঃশাসন করে মানুষকে দুর্বিষহ করে তোলার দিন শেষ। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ ভালোবাসলে আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।

জুলুম-অত্যাচার, গ্রেফতার, হুমকি বন্ধ করুন, সকল দলের প্রার্থীদের সমানভাবে নির্বাচনী প্রচার ও ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দেয়ার সুযোগ সৃষ্টি করুন।

‘নির্বাচন বানচালে সারাদেশে পরিকল্পিত হামলা-মামলা হচ্ছে’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ