সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে জাপান।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে চীন ও রাশিয়ার নানা প্রতিকূলতার মুখে আগামী পাঁচ বছরে এমন পরিকল্পনা নিয়েছে জাপান।

গতকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী এক দশকের প্রতিরক্ষা প্রকল্প পরিকল্পনার খসড়ায় অনুমোদন করেছেন।

এ বিষয়ে শিনজো আবে বলেন, আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে চীন ও রাশিয়া যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তাতে কৌশলগত এ প্রতিযোগিতার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারছি।

জাপানের নতুন প্রতিরক্ষা প্রকল্প অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ৪৫টি লকহিড মার্টিন কর্প এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান। যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য দুটি বোয়িং বিমানসহ টহলদারির জন্য আরও কয়েকটি বিমান কিনা হবে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দুটি রাডার কিনবে। ইতিমধ্যে ৪২টি জঙ্গিবিমানের অর্ডার দিয়েছে জাপান।

পূর্ব চীন সাগরের কাছে অবস্থিত জাপানি দ্বীপগুলোর প্রতিরক্ষায় ১৮টি শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং বি এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েনের পরিকল্পনা করেছে।

অর্থ আত্মসাতের অভিযোগে বন্ধ হচ্ছে ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ