বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি আফতাবনগর মাদরাসায় সিরাতুন্নবী সা. মাহফিল কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

যা ভালো মনে করবে, তাই করবে চীন: ট্রাম্পকে শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কিছুদিন ধরে ‘বাণিজ্য যুদ্ধ’ চলছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। দুই দেশই পরস্পরের পণ্যের ওপরে চড়া হারে শুল্ক বসিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, চীন যদি শুল্ক না কমায়, ফল খারাপ হবে। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাল্টা হুমকি দিলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য চীন যা ভালো বুঝবে, তাই করবে। কারও কথা শুনে চলবে না।’

চীনের গ্রেট হল অব দ্য পিপল-এ এক ভাষণে শি জিনপিং স্পষ্ট করে দেন, ‘চীন অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাবে। কিন্তু একদলীয় ব্যবস্থায় থাকবে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কোনও সম্ভাবনাই নেই চীনে।’

তার কথায়, ‘চীনে সমাজতন্ত্রের পতাকা উড়বেই। চীনের নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই এগিয়ে চলবে সমাজতান্ত্রিক গঠনকার্য। দেশকে নেতৃত্ব দেবে কমিউনিস্ট পার্টি।’

১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির নেতা দেং শিয়াও পিং-এর নেতৃত্বে চীনে শুরু হয় আর্থিক সংস্কার। তার ৪০ বছর পূর্তি উপলক্ষে এদিন ভাষণ দেন শি জিনপিং। সেই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধের কথা।

আপাতত চীন ও আমেরিকা ঠিক করেছে, আগামী ৯০ দিন বন্ধ থাকবে বাণিজ্য যুদ্ধ। আমেরিকা চায়, চীনে আরও বড় আকারে সংস্কার শুরু হোক। চীন মেধাসম্পদ চুরি করা থেকে বিরত হোক।

শি জিনপিং এদিন সরাসরি আমেরিকার কথা না উল্লেখ করে বলেন, ‘চীন কোনও দেশের পক্ষে বিপদের কারণ নয়। চীন কী করবে বা করবে না, তা নিয়ে কারও হুকুমও মেনে চলবে না। আমরা দৃঢ়তার সঙ্গে সংস্কারের পথে এগিয়ে যাব। যা পরিবর্তন করা উচিত, তার পরিবর্তন করব। যার পরিবর্তন করার দরকার নেই, তা করব না।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ