শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আদিত্যন ১৩ বছর বয়সেই সফটওয়ার কোম্পানির মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৩ বছর বয়সেই দুবাইতে একটা সফটওয়্যার কোম্পানি খুলেছে আদিত্যন রাজেশ। তার বাড়ি ভারতের কেরালাতে।

৯ বছর বয়সে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে তার আশেপাশের মানুষদের  চমকে লাগিয়ে দিয়েছিল। সেই ৯ থেকেই তার সুখ্যাতি ছড়িয়েছে দেশ-বিদেশ।

আদিত্যনের কোম্পানির নাম ‘ট্রিনেট সলিউসনস’। কোম্পানির মালিক তিনজন, তিনজন মিলেই সেটি পরিচালনা করে। আর সবাই আদিত্যনের  স্কুলের বন্ধু। মালিক তিনজন হলেও তাদের ১২ জনেরও বেশি ক্লায়েন্ট রয়েছেন ।

কোডিং সার্ভিস থেকে ডিজাইন সবই তারা বিনামূল্যে ক্লাইন্টদের জন্য করে থাকে। ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানির জন্যও লোগো ডিজাইন করতে শুরু করে আদিত্যন।

গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে আদিত্যন বলে, কেরালার থিরুভিল্লাতে আমার জন্ম। আমার বয়স যখন পাঁচ বছর, তখন আমার পরিবার দুবাইতে চলে আসে। ছোট বেলা থেকেই কম্পিউটারের প্রতি  ঝোঁক ছিল।

আদিত্যন আরো  বলে, আমার বাবা প্রথমে যে ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়েছিলেন সেটার নাম বিবিসি টাইপিং। এই ওয়েবসাইট থেকে ছোটরা টাইপিংয়ের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারে।

বাবরি মসজিদ রক্ষায় ভারতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কনফারেন্স অনুষ্ঠিত

আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ