শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মুরাদনগরে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার মুরাদনগরে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হকের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তখন আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা সদরে এ সংঘর্ষের  ঘটনা ঘটে।

এ হামলার জন্য কেএম মুজিবুল হক আওয়ামী লীগ দলীয় প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের কর্মীদের দায়ী করেছেন।

শুক্রবার তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাড়িবহর নিয়ে উপজেলার ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়ক দিয়ে উপজেলা সদরে আসেন। বিকাল ৫টার দিকে গাড়ি বহর উপজেলা সদরে পৌঁছালে হঠাৎ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা লাঠি-সোটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে গাড়ি বহরে হামলা চালায়।

এ সময় উভয় গ্রুপ ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়েছে। সে সময় বিএনপির ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুরাদনগর থানার ওসি কেএম মঞ্জুর আলম বলেন, উপজেলা সদরে পর্যাপ্ত পুলিশ থাকার পরও উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়, পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ ইসি: মোসাদ্দেক বিল্লাহ মাদানী

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ