শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইয়েমেনের হুদাইদায় বন্দরে যুদ্ধবিরতির ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

জাতিসংঘের আহ্বানের উপর ভিত্তি করে ইয়েমেনের বন্দর নগরি হুদাইদায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিবাদমান সবগুলোপক্ষ।

যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে ২১ দিনের মধ্যে নিজ নিজ সেনা প্রত্যাহারেও সম্মত হয়েছে সরকার ও হুতি বিদ্রোহীরা।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যস্থতায় এ সিদ্ধান্তে আসে তারা। একে শান্তি আলোচনার অন্যতম অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গুতেরেস এ বিষয়ে জানান, আলোচনায় ইয়েমেন সংকট সমাধানে একটি রাজনৈতিক কাঠামো গঠন করে সে বিষয়ে আগামী বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মত আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বন্দরগুলো থেকে উপার্জিত অর্থ হুদাইদা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে। চুক্তির আওতায় বন্দর শহরগুলো জাতিসংঘ ও আন্তর্জাতিক নজরদারিতে থাকবে ও প্রতি সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে রিপোর্ট পাঠানো হবে।

উল্লেখ্য,  ইয়েমেন সংকট নিরসনের লক্ষ্যে সুইডেনে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজনের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে সেখানে মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়।

এখন পর্যন্ত আলোচনায় ইয়েমেনের বিবাদমান পক্ষগুলো হুদাইদা বন্দরে জাতিসংঘের ভূমিকাকে স্বাগত জানানোর পর গতকাল তারা সম্মিলিত এ সিদ্ধান্ত নেয়।

ইয়েমেনের হুদাইদা বন্দর ছেড়ে দেয়ার আহ্বান জাতিসংঘের


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ