শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


৭০ বছর পর দুই কোরিয়ার ঐতিহাসিক সেনামিলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯৪৮ সালে পর প্রথমবারের মতো দুই কোরিয়ার সেনাদের মধ্যে মোলাকাত হয়েছে। গতকাল বুধবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ প্রক্রিয়াকে ৭০ বছর পর ‘ঐতিহাসিক সেনামিলন’ হিসেবে অভিহিত করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই কোরিয়ার বিভাজনের পর এই প্রথম দেশ দুটির সেনারা শান্তিপূর্ণভাবে বিভাজন রেখা (ডিএমজেড) অতিক্রম করেছে।

ওই মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়, বুধবার সকালে দুই দেশের বেশ কয়েকজন সেনা অসামরিকায়িত অঞ্চলের সীমান্তে হাজির হন। এসময় তারা একে অপরের সঙ্গে হাত মেলান এবং ছবিও তোলেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়া ১৯৫০ সালে দক্ষিণ কোরিয়ায় আগ্রাসন চালায়। ১৯৫৩ সালে এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাত শেষ হয়। কিন্তু দেশ দুটি গত ৭০ বছর ধরে কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ