সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিক্ষক মানবতার নির্মাতা ও সমাজগঠনের দিশারী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ বলায় মুসলিমদের ওপর বুলডোজার অভিযান জামায়াতের কথার সঙ্গে কাজের মিল নেই : রুমিন ফারহানা লাগাতার অগ্নিকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট  ষড়যন্ত্র: মাওলানা ইমতিয়াজ আলম ভারতীয় সংস্থাগুলোর যেভাবে কাশ্মীরীদের সম্পত্তি দখল করছে গণভোট আয়োজনে সরকারের গড়িমসি উদ্বেগজনক: জামায়াত বিহার নির্বাচনে মাঠে ৩৬ মুসলিম প্রার্থী আফগানিস্তান যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব লঙ্ঘন করলে নীরব থাকবো না

বিশ্বে অস্ত্র বিক্রিতে ১ম যুক্তরাষ্ট্র, ২য় রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছর আমেরিকা অস্ত্র ব্যবসায় সবাইকে পেছনে ফেলেছে। ২০১৭ সালে সারা বিশ্বে যে অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা ৫৭ ভাগের অর্থ আমেরিকার থলিতে জমা হয়েছে। এরপরেই রয়েছে রাশিয়া এবং রুশ অস্ত্রেরও মার্কেট দিন দিন বাড়ছে।

স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এ তথ্য জানিয়েছে।

সোমবার(১০ ডিসেম্বর) সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালে সারা বিশ্বে ৩৯৮.২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০০টি কোম্পানির ভেতরে শুধু আমেরিকার ৪২টি অস্ত্র কোম্পানির পকেটে গেছে ২২৬.৬ বিলিয়ন ডলার। ২০১৬ সালে যে পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছিল তার চেয়ে গত বছর শতকরা দুই ভাগ বেড়েছে।

অস্ত্র বিক্রির ক্ষেত্রে আমেরিকার লকহিড মার্টিন কোম্পানি সবার শীর্ষে রয়েছে। লকহিড মার্টিন বিক্রি করেছে ৪৪ বিলিয়ন ডলারের অস্ত্র। একক কোনো কোম্পানি এর ধারেকাছেও যেতে পারে নি। এর তুলনায় জার্মানির সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি রেইনমেটাল এজি অস্ত্র বিক্রি করেছে মাত্র ৩.৪ বিলিয়ন ডলারের।

এসআইপিআরআই’র তথ্য অনুসারে, মার্কিন সামরিক বাহিনীতে অত্যাধুনিক অস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ার কারণে লকহিডের বিক্রি বেশি হয়েছে।

গত বছর মার্কিন বাহিনীতে যুক্ত হয়েছে এফ-৩৫ জঙ্গিবিমান ও নতুন সি-১৩০ হারকিউলেস পরিবহন বিমান। এগুলো তৈরি করেছে লকহিড মার্টিন। গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র কোম্পানির তালিকায় আমেরিকার বোয়িং কোম্পানির নাম রয়েছে।

শীর্ষ ১০০টি অস্ত্র বিক্রেতা কোম্পানির মধ্যে রাশিয়ার কোম্পানি রয়েছে ১০টি। এগুলোর তৎপরতার কারণে ব্রিটেন তৃতীয় অবস্থানে চলে গেছে। গত বছর রাশিয়ার কোম্পানিগুলো শতকরা ৯.৫ ভাগ অস্ত্র বিক্রি করেছে যার আর্থিক মূল্য ৩৭.৭ বিলিয়ন ডলার।

রাশিয়ার কাছে দ্বিতীয় স্থান হারালেও পশ্চিম ইউরোপের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটি গত বছর ৩৫.৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। ধরণা করা হচ্ছে- ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর ব্রিটেনের ব্যাংকগুলোর আয়ের সবচেয়ে বড় খাত হবে অস্ত্র রপ্তানি থেকে আসা অর্থ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ