শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পাকিস্তান আমলেও দেশের এ পরিস্থিতি ছিল না: কর্নেল অলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তা পাকিস্তান আলমেও ছিল না। এই পরিস্থিতির সঙ্গে তুলনা হয় হিটলারের জার্মানির।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় ২০ দলীয় ঐক্যজোটের নেতা-কর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার করা হচ্ছে।

মামলা দেয়া হচ্ছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য দায়ী সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে অলি আহমেদ বলেন, সবার উচিত ন্যায়ের প্রতি সম্মান প্রদর্শন করা।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে অলি আহমেদ বলেন, আপনি বঙ্গবন্ধু কন্যা। সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া আপনার দায়িত্ব। কেউ চিরদিন বেঁচে থাকবেন না। একদিন সবাইকে বিদায় নিতে হবে। সেই বিদায় যেন সম্মানজনক হয়।

তিনি বলেন, কর্মকর্তাদের কাছে ফোন করলে তারা ধরছেন না। প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফোন করতেই পারি।

কিন্তু তারা ভয়ের মধ্যে আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলতে পারছি না। এমনকি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা আমাদের ফোন ধরছেন না। সবমিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।

হাটহাজারীতে আলেমদের বৈঠকে ৭ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ