শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


দক্ষিণ আফ্রিকায় মসজিদে সন্ত্রাসীদের গুলিতে মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীরা এক মুসল্লিকে গুলি করে হত্যা করেছে।

দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে ইকুহুলানী শহরের স্প্রিংস এলাকার একটি মসজিদে জুমার নামাজ শেষ এই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে পুলিশ বলেছে, ইকুহুলানী শহরের স্প্রিংস এলাকার বিকরাটুন মসজিদ থেকে জুমার নামাজ শেষে করে বের হওয়ার সময় অজ্ঞাত দুই ব্যক্তি মুসল্লিকে উদ্দেশ্য করে গুলি করে। গুলি করার পর ঘাতকরা গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

৩০ বছরের ঐ ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ইকুহুলানী শহরের পুলিশ প্রধান এক বিবৃতিতে ঘোষণা করেছে, এ হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে যদি কেউ কোন তথ্য জানে তাহলে তাকে পুলিশের নিকটে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বছরের দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নভেম্বর মাসে ৩০ বছরের এক ব্যক্তিকে মসজিদে গুলি করে হত্যা করেছে।

কেপ টাউনের একটি মসজিদে সন্ত্রাসীদের হামলার ফলে মসজিদের পেশ ইমাম আহত হয়েছে। এছাড়াও জুন মাসে কেপ টাউনের মালমেসবারি মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দুই জন মুসল্লিকে হত্যা করেছে।

হাটহাজারীতে চলছে উলামা সম্মেলন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ