বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি অনুমোদনের (জিও) পাওয়ার পর রাতেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

জিও পাওয়ার পর অপেক্ষায় প্রহর গুণা শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে নিয়ে সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন এরশাদ।

এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এ তথ্য নিশ্চিতি করেছেন গণমাধ্যমকে।

এর আগে সকালে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল করিম বলেন, রানিং পার্লামেন্ট মেম্বার হিসেবে বিদেশ যাওয়ার জন চেয়ারম্যানের গভর্নমেন্ট অর্ডার (জিও) লাগে।

মনোনয়ন জমা, চূড়ান্ত মনোনয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন এরশাদ।

কয়েকদিন আগে হঠাৎ করে তার পার্টি অফিসে সামনে আসেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। ওই সময় তিনি অভিযোগ করেন তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না বলে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ