আওয়ার ইসলাম: এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন বিভিন্নভাবে অবদান রাখা পাঁচ নারী। প্রতি বছর রোকেয়া দিবসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ আয়োজন করে থাকে।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেন।
এ বছর পদকটি পেয়েছেন, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনন্নেসা তালুকদার, প্রফেসর জোগরা আনিস, শীলা রায় রোকেয়া বেগম। এছাড়া মুক্তিযুদ্ধে অবদান রাখা নারী রমা চৌধুরীকে মরনোত্তর পদক দেয়া হয়েছে।
তাদের পদক হিসেবে ২৫ গ্রাম স্বর্ণের পদক, একটি সার্টিফিকেট ও দুই লাখ করে টাকা দেয়া হয়।
দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন
আরআর