বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

‘ইজতেমা মাঠে এমন বর্বরতা জীবনেও দেখিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দিন তাওহিদ

গত ১ ডিসেম্বর ইজতেমার মাঠে ঘটে যাওয়া নৃশংসতারর পর আজ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা ঘুরে ঘুরে ইজতেমা মাঠ, মসজিদ ও মাদরাসায় চালানো ধ্বংসযজ্ঞ দেখেন।

সেদিনের কিছু ফিরিস্তি তুলে ধরেন আহত হওয়া তাবলিগের প্রবীণ মুরুব্বি ড. শিহাবুদ্দীন, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী ও আম্বর শাহ জামে মাসজিদের খতীব মাওলানা মাজহারসহ অনেকে!

ইজতেমার মাঠের মাদরাসার ছোট বাচ্চাদের ওপর নির্যাতনের কাহিনী শুনে এবং মাদরাসার ধ্বংসস্তূপ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী একপর্যায়ে অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘এমন বর্বরতা আমি জীবনেও দেখিনি।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাবলিগে যারা আসে তারা সবাই আল্লাহওয়ালা, আমরা কোনদিন ভাবতে পারিনি এমন কিছু একটা হবে। আমরা পরিপূর্ণ সজাগ ছিলাম, কিন্তু তাদের আক্রমণ ছিলো আমাদের ধারণারও বাইরে।

তিনি বলেন, পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ইজতেমা পর্যন্ত মাঠে ইজতেমা কেন্দ্রিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচনের পর মুরুব্বিরা বসে সকলের ঐক্যমতে যেই সিদ্ধান্ত হবে তাই অনুযায়ী ইজতেমা হবে। এসময় তিনি ইজতেমা না হওয়ার বিষয়টিকে নাকচ করে দেন!

ইজতেমার মাঠের মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল করীম জানান, সেদিন বাচ্চারা কোরআন তেলাওয়াত করছিলো। হামলাকারীরা দরজা ভেঙে তাদেরকে কোরআন পাঠরত অবস্থায় বেধড়ক মারপিট শুরু করে, বাচ্চারা এসময় তাদের পায়ে পড়লেও রেহাই মেলেনি কারো।

ডঃ শিহাবুদ্দীন ও মাওলানা মাজহার জানান, আপাতত সবগুজারীর জন্য টিনশেড ও মাদরাসা খুলে দেওয়া হয়েছে। সেখানে মাঠের আমল চালু হবে।

এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১ ডিসেম্বর সাদপন্থীদের হামলায় আহতদের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি। তাদের নাম লিস্ট চলছে। অবিলম্বে তা প্রকাশ করা হবে।

গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠ প্রস্তুতের জন্য মাঠে অবস্থান করা তাবলীগের সাথী ও উলামায়ে কেরামসহ মাদরাসা শিক্ষার্থীদের ওপর সাদপন্থীরা নৃশংস হামলার চালায়। সকাল ১১ টায় ইজতেমা মাঠের গেট ভেঙে প্রবেশ করে তারা লাঠি, রড ও দা নিয়ে হামলে পড়ে মাঠে ইবাদতরত মুসল্লি ও মাদরাসা শিক্ষার্থীদের উপর।

এতে মৃত্যুবরণ করে তাবলীগের পুরনো সাথী ইসমাইল মন্ডল। সহস্রাধিক মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হন।

ইজতেমার মাঠ পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ