আওয়ার ইসলাম: ‘আগামী ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২ জানুয়ারি বেগম খালেদা জিয়া মুক্তি পাবে বলে মন্তব্য করেনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তবে তিনি মুক্ত হবেন ন্যায় বিচারের দ্বারা, কারো দয়াতে নয় এমনটিও বলেন জাফরুল্লাহ।
শুক্রবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী চালক দলের সভায় তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার প্রতি কোন দয়া চাই না, সুবিচার হলেই তিনি মুক্তি পাবেন। এই সরকারের আমলনামায় কি আছে উন্নয়ন জোয়ার। আর এই উন্নায়ন হলো ইয়াবা উন্নয়ন। বিনা বিচারে হত্যা-গুম-খুনের উন্নয়ন।
তিনি বলেন, সরকারের চোখে ছানি পরলেও জনগণের চোখ খোলা আছে। দেশে কোনো উন্নয়ন হয়নি, হয়েছে প্রধানমন্ত্রীর। ২০০৮ সালে সম্পদ ছিল ৩ কোটি ১৯ লাখ, আজকে সেটা ৭ কোটি ২২ লাখ, এটা আপনার ঘোষিত হলফনামার কথা।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, যতোই উন্নয়ন দেখিয়ে নির্বাচনকে কব্জা করার চেষ্টা করেন না কেন আপনাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। জনগণ ভোর পাঁচটা থেকে ভোট কেন্দ্রে যাবে। আর আপনাদের দায়িত্ব জনগণকে ভোট কেন্দ্রে পৌঁছানো। কোনো ক্রমেই বলবেন না- নির্বাচনে থাকবো না বা থাকছি না। এই অবাঞ্ছিত প্রশ্ন ভুলে যান।
সামরিক বাহিনীর উদ্দেশে এই মুক্তিযোদ্ধা বলেন, আপনারা একটি বিশেষ প্রতিষ্ঠান, আপনারা কোনো দলের ক্যাডার না। পুলিশ ও আমলা দলীত হয়েছে, আপনারা না। আপনারা দেশের নিরাপত্তা দেন, তাই আপনাদের ও অনেক দায়িত্ব রয়েছে।
আরআর