আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করার শেষ দিন আজ।
আবেদন করা যাবে বেলা ৫ টা পর্যন্ত। শনিবারের মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে কমিশন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আপিল করেছেন তার আইনজীবীরা। সাজাপ্রাপ্ত দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করে কর্মকর্তারা।
তাছাড়াও কাদের সিদ্দিকি, আফরোজা আব্বাসের আইনজীবীরাও ইসিতে আবেদন করেছেন।
গত দুই দিনে মনোনয়ন বাতিল হওয়া ৩১৮ প্রার্থী আপিল করেন। নির্বাচনে অংশ নিতে এবার মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে বিভিন্ন কারণে বাতিল হয় ৭৮৬টি মনোনয়নপত্র।