সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

‘হামলা কখনো তাবলীগী সাথীদের কাজ হতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গী ইজতেমার মাঠ দখল করতে নিরীহ, নিরস্ত্র উলামায়ে কেরাম, তাবলীগের সাধারণ সাথী ও মাদরাসা ছাত্রদের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, টঙ্গীর মাঠে হতাহতের ঘঠনা বড়ই দুঃখজনক৷ নিজেদের মধ্যে এমন অপ্রীতিকর ঘঠনা তাবলীগের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে৷

দাওয়াত ও তাবলীগ হলো, ঈমান-আমাল শিক্ষার অন্যতম প্ল্যাটফর্ম৷ ঈমান-আমালে শিক্ষার সাথে সাথে তাবলীগের অন্যতম উদ্যেশ্যে হলো পরস্পর জোড় মিল ও মুহাব্বাত পয়দা করা৷ তাই পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে এ কাজ করতে হবে৷

যুগ যুগ ধরে তাবলীগের কাজ স্বমহিমায় চলে আসছে৷ তাবলীগ জামাতে কোনো দ্বিধা বিভক্তি ছিল না৷ বর্তমানে তাবলীগ জামাতে বিভক্তি ও হতাহতের মতো ন্যাক্কারজনক ঘটনা ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত বলে আমি মনে করি৷

তিনি আরো বলেন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরতজি মাওলানা ইলিয়াস রহ. হযরতজি মাওলানা ইউসুফ কান্ধলভী রহ.এবং হযরতজি মাওলানা ইন'আমুল হাসান রহ.এর পদাংঙ্ক অনুসরণ করে এ কাজ করতে হবে৷ তাহলে এ কাজের মূল লক্ষ্য উদ্যেশ্যে পূরণ হবে৷

আল্লামা বাবুনগরী আরো বলেন, একে অন্যের ওপর হামলা করা তাবলীগী সাথীদের কাজ হতে পারে না৷ যারা মাঠ দখল করতে টঙ্গীতে নিরিহ তাবলীগী সাথী ও মাদরাসার ছাত্রদের ওপর হামলা করছে তারা অমার্জনীয় অপরাধ করেছে৷

অনতিবিলম্বে সুষ্ঠ তদন্ত মাধ্যমে এ গঠনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে৷

এ গঠনায় নিহতদের রুহের মাগফিরাত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, যারা হতাহত হয়েছ তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে৷ এবং ভবিষ্যতে যেন এমন অপ্রীতিকর গঠনা না ঘঠে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷

বিশ্ব ইজতেমা বাংলাদের জন্য একটি বড় নেয়ামত তাই আসন্ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ করতে এবং তাবলীগ জামাতের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে সকলের সার্বিক সহযোগিতা ও দুআ কামনা করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

তাবলীগ ইস্যুতে দেওবন্দ ও সাহারানপুরের বর্তমান অবস্থান

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ