বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ইজতেমায় হামলাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল পল্টন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পল্টন, বায়তুল মোকাররমসহ আশপাশের এলাকা।

দুপুর ২ টায় তাবলীগের শুরা ও উলামায়ে কেরামের সংসাদ সম্মেলন ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে জড়ো হওয়া হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এসব দাবি জানান।

গতকাল ১ ডিসেম্বর বিশ্ব ইজতেমার মাঠে অবস্থানকারী তাবলীগের সাথী ও উলামায়ে কেরামকে হঠিয়ে মাঠ দখলে নিতে বিতর্কিত মৌলভী সাদ অনুসারীরা হামলা চালায়। এতে কয়েকজন নিহতসহ আহত হয় ৩ শতাধিক উলামা ও ধর্মপ্রাণ মুসল্লি।

এসময় উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা ‘উলামাদের ওপর হামলা কেন, খুনী ওয়াসিফ জবাব চাই, তাবলীগে হামলা কেন, খুনীদের ফাঁসি চাই’ ইত্যাদি বলে স্লোগান দেন।

এর আগে দুপুর ২ টায় পল্টনের সাব্বির টাওয়ারের একটি হলে সংবাদ সম্মেলন করেন তাবলীগের শুরা সদস্য ও উলামায়ে কেরাম।

সেখানে উপস্থিত ছিলেন, কাকরাইল মসজিদের ইমাম ও শুরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, জামিয়া বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আবদুল কুদ্দুস, জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মামুনুল হক প্রমুখ উলামায়ে কেরাম।

সংবাদ সম্মেলন থেকে ইজতেমায় পরিকল্পিতভাবে হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের পর ‍উলামায়ে কেরাম ও উপস্থিত ধর্মপ্রাণ মিছিলসহ বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, ইজতেমা মাঠে এ হামলা পরিকল্পিত হামলা। এর উস্কানিদাতা হলেন ইঞ্জি. ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দীন ও মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ফরীদ উদ্দীন মাসউদের মাদরাসা ইকরা থেকে এর আগের রাতে এ হামলা ও মাঠ দখলের পরিকল্পনা করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পরিকল্পিত এ হামলায় কয়েকশ মুসল্লি ও মাদরাসার ছাত্র আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বড়ই লজ্জিত এ ন্যাক্কারজনক হামলা দেখে।

সংবাদ সম্মেলন থেকে আগামী কাল সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি দেয়া হয়।

এছাড়াও দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান উলামায়ে কেরাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ