রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


‘লবিস্ট নিয়োগ দিয়েও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপি লবিস্ট নিয়োগ দিয়ে, লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না। তারা গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।’

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জাতীয় ঐক্যফন্টকে ‘জগাখিচুড়ি জোট’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আগামী নির্বাচনে ভোট বিপ্লব হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তারা বুঝে গেছে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এজন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে আমাদের আশঙ্কা, তারা নাশকতায় যায় কি-না?’

বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ব্রিটিশ পার্লামেন্ট

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ