শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দুপুরের খাবারের পর কায়লুলা করা কি সুন্নত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কায়লুলা করা সুন্নত, কুরআন-হাদিসে এর কোনো প্রমাণ আছে কী?

উত্তর : কায়লুলা বা দুপুরের খাবারের পর বিছানায় সামান্য আরাম করা সুন্নত। এর মাধ্যমে রাতের এবাদত করতে সুবিধা হয়। হাদিসে আছে, তোমরা কায়লুলা করো, কারণ শয়তান কায়লুলা করে না। আরেক হাদিসে আছে, কায়লুলার দ্বারা রাতের এবাদতে স্বস্তি পাওয়া যায়।

হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সা. এরশাদ করেছেন, দিনের রোজা রাখতে রাতে সেহরি খাও এবং রাতের এবাদতে মনোযোগী হতে দিনের বেলা কায়লুলা করো। (ইবনে মাজাহ : ১৬৯৩)

ফতোয়া প্রদান : ফতোয়া বিভাগ, দারুল উলুম দেওবন্দ, ভারত।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ