আওয়ার ইসলাম: আফগানিস্তানের তালেবানের সঙ্গে প্রথমবারের মতো কথা বলতে যাচ্ছে ভারত। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে এক বহুপক্ষীয় বৈঠকে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা লক্ষে এ আলোচনার আয়োজন করেছে রাশিয়া। এ আলোচনা সভায় যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান সদস্যরাও অংশ নেবে এ বৈঠকে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, আফগানিস্তান কেন্দ্র করে মস্কোয় রুশ ফেডারেশনে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা এ ব্যাপারে সতর্ক। অনানুষ্ঠানিকভাবে ভারতও এতে অংশ নেবে আলোচনা সভাটিতে।
তিনি বলেন, এ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন আফগানিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত অমর সিংহ ও পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার টিসিএ রাঘাবান।
আফগানিস্তানের সব ধরনের শান্তি ও মীমাংসা প্রচেষ্টায় সহযোগিতা করবে ভারত, একথাও বলেন তিনি। এটি তালেবানের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের প্রথমবারের বৈঠক। এর আগে ভারত তালেবান এক সঙ্গে কোনো বৈঠকে উপস্থিত ছিল না।