শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


১১ নভেম্বর জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১  নভেম্বর শুরু হবে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি।

জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রির কার্যক্রম চলবে। ১৪ নভেম্বর ফরম বিক্রির শেষ সময়। ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে ১৫ নভেম্বর।

৩০ হাজার টাকা করে ধার্য  করা হয়েছে মনোনয়ন ফরমের  মূল্য। তবে জাতীয় পার্টির নেতাদের ফরম ক্রয় করার পূর্বে (প্রেসিডিয়াম থেকে কেন্দ্রীয় সদস্য পর্যন্ত) অবশ্যই পার্টির মাসিক বকেয়া চাঁদা পরিশোধ করার কথা বলা হয়েছে।

সূত্র জানায়, ফরম বিক্রি শুরু হবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে। এসময় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির উদ্বোধন করবেন। প্রথমে তিনি নিজেই মনোনয়ন ফরম কিনবেন।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জি এম কাদের ও দলের মহাসচিবসহ শীর্ষ নেতারা এসময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ