রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায়

চাপে নয়, সংলাপের চিঠি ঐক্যফ্রন্টের আগ্রহেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোন চাপে নয়, ঐক্যফ্রন্টের আগ্রহেই প্রধানমন্ত্রীর সংলাপের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসছে বলেও জানান ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, বৃহস্পতিবার গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। সেখানে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি এবং ১১ লক্ষ্য নিয়ে খোলামেলা আলোচনা হবে।

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলেও জোটটির শীর্ষ নেতা কে, সে বিষয়টি এখনো পরিস্কার নয় বলে জানান ওবায়দুল কাদের। তবে ডক্টর কামাল হোসেনকে সম্মান দেখিয়ে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।

যতজন খুশি ততজন সংলাপে অংশ নিতে পারবেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্ট তাদের অংশগ্রহণকারীদের তালিকা পাঠাবে।

ঐক্যফ্রন্টের দাবি দাওয়ার বিষয়ে সরকার নয়, বরং আইন আদালত ও নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান বলে এসময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তবে ঐক্যফ্রন্টের নেতারা সংবিধানের বাইরে কোন দাবি পেশ করবেন না বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

বিএনপির ২০ দলীয় জোটের সঙ্গী জামাত, ঐক্যফ্রন্টের সংলাপে অংশ নিতে পারবে কিনা সে বিষয়টি ডক্টর কামাল হোসেনের ওপর নির্ভর করছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তবে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসলেও অন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে কোনো সংলাপের সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের।

আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ