সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

‘জামায়াতের কেউ যেন নির্বাচনে না আসতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতের লোক এবারের নির্বাচনে অংশ নিলে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন সাবেক বিচারপতি ও একাত্তের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শামসুদ্দিন চৌধুরী মানিক।

শুক্রবার রাতে শহরে শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনাতনে ‘৭১ এর গণ হত্যাকারী ও সংবিধান বিরোধী জামায়াতের সকল সদস্যকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে আমরা অনুরোধ করেছি যেন মুক্তিযোদ্ধের চেতনাবিরোধী কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।

নির্বাচনের আগে ও পরে দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরণের হামলা হয়ে থাকে সে দিকে খেয়াল রাখার অনুরোধ জানান সবাইকে।

তিনি বলেন, জামায়াতকে পুর্নবাসন করেছেন জিয়াউর রহমান। তিনি ছিলেন পাকিস্তানের চর।

সাবেক বিচারপতি শামসুদ্দিন আরও বলেন, নির্বাচনের সময় জামায়াত শিবির মতাদর্শেরে কাউকে যাতে নির্বাচনের সময় দায়িত্ব দেয়া না হয় সে দিকে কড়া নজড় রাখতে হবে। যুদ্ধাপরাধের দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা ছেলে মেয়েরা বলেছে এই সব দণ্ড নাকি তারা মানে না। এই সব লোক যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য নির্বচান কমিশনকে ব্যবস্থা নিতে হবে।

জামায়াতকে প্রতিহত না করলে আমাদের দেশে মুক্তিযোদ্বের চেতনা থাকবে না মন্তব্য করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন একাত্তের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, মুক্তিযোদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রর আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু, কবি ইকবাল কাগজী, জেলা সিপিবির সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা আওয়ামী লীগের সদস্য কল্লোল তালুকদা চপল প্রমুখ।

জামায়াতের নির্বাচনে যেতে কোনো আইনি বাধা নেই: ইসি সচিব


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ