আওয়ার ইসলাম: যুব জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, যুব জমিয়ত সিলেট মহানগরীর প্রচার সম্পাদক হাফেজ মাহদি হাসান মিনহাজ এবং নেত্রকোনা জেলার মদন উপজেলা যুব জমিয়তের সহসভাপতি হাফেজ মিজানুর রহমান জাকিরসহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি এম সাইফুর রহমান।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহফুজুর রহমান কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ'র সভাপতি এম সাইফুর রহমান গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কতিপয় অসাদু মহল গ্রেফতার বাণিজ্যের নামে নিরীহ মানুষকে হয়রানি করছে৷ অন্যায়ভাবে আলেম উলামাদের গ্রেফতার করার পরিনাম শুভ হবে না৷ নিরাপরাধ আলেম উলামাদের ওপর জুলুুুম নির্যাতন ও সকল ধরণের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি৷
উল্লেখ্য, মাহদি হাসান মিনহাজ একটি মসজিদের ইমাম এবং জাকির মাদরাসার শিক্ষক।
গত রোববার রাতে মাহদি হাসানকে সিলেটস্থ নিজ বাড়ী থেকে গোয়াইনঘাট থানা পুলিশ এবং জাকিরকে রোববার সন্ধ্যায় নেত্রকোনায় তার বাড়ি থেকে মদন থানা পুলিশ এবং গোলাম আম্বিয়া কয়েসকে গত রাত ১২টার পর তার গ্রামের বাড়ি গোয়াইনঘাট উপজেলা সদর থেকে থানা পুলিশ জামায়াত-শিবেরের সম্পৃক্ততার মিথ্যা অভিযোগে তাদের গ্রেফতার করে৷
শায়খ মুহাম্মদ নুমান; একজন আল্লাহওয়ালা মানুষের কথা