রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


জাগপা সভাপতি রেহানা প্রধানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের স্ত্রী অধ্যাপিকা রেহানা প্রধান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ রেহানা প্রধান।

জাগপা মিডিয়া উইং সদস্য নজরুল ইসলাম বাবলু জানান, সোমবার বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডের বায়তুস সালাম জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

মৃত্যুকালে রেহানা প্রধান কন্যা ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও ছেলে প্রকৌশলী আল রাশেদ প্রধানসহ অসংখ্য রাজনীতিক কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধান ইন্তেকাল করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপিকা রেহানা। গত বছরের ২৮ নভেম্বর তাকে জাগপার সভাপতি করা হয়।

আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ