শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি ‘আলহামদুলিল্লাহ, আমি ইসলামের পক্ষের দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী’ ফেনীর আল-জামিয়া আল-মাদানিয়ার ইসলাহি মজলিস ও আবনা সম্মেলন ৩ জানুয়ারি ঢাকা-১৩ আসনে কাল মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস চট্টগ্রামের তিন আসনে প্রার্থী পাল্টালো বিএনপি অভিনয় ছাড়ার ঘোষণা লুবাবার, মেনে চলছেন পর্দা

‘সাহসী ভূমিকার জন্য প্রিন্সিপাল হাবীব সিংহপুরুষ খেতাব পেয়েছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর সিলেটের সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি মাওলানা তাফহীমুল হক ও সেক্রেটারী মাওলানা ইসহাক কামালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷

প্রচার সম্পাদক মাওলানা রেজাউল কারীম প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমান রহ. ছিলেন ইসলাম ও মুসলিম জাতির একজন দরদি অভিভাবক ও বিপ্লবী-বীর সিপাহসালার৷ তার ইন্তেকালে জাতি আজ মুসলিম মিল্লাতের একজন মহান কিংবদন্তি অভিভাবককে হারিয়েছে৷ এই শূন্যস্থান সহজে পূরণ হবার নয়৷

নেতৃবৃন্দ বলেন- জাতীয় ও স্থানীয়ভাবে ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এবং সকল প্রকার অন্যায়, অশ্লিলতা ও ইসলাম বিরোধী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তিনি গর্জে উঠতেন এবং জাতিকে জাগিয়ে তুলতেন৷ এজন্য সর্বমহলে তিনি সিংহপুরুষ খেতাবে ভূষিত হয়েছেন৷

যুব জমিয়ত নেতৃবৃন্দ বলেন- ইসলামের মহান এ খাদিম ও মুসলিম উম্মাহর দরদী অভিভাকের বিদায়ে আমরা এবং পুরো দেশবাসী আজ গভীরভাবে শোকাহত৷

শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামের দোআ করেন!

ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর শোক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর সিলেটের সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি এম সাইফুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমান রহ. ছিলেন ইসলাম ও মুসলিম জাতির একজন দরদি অভিভাবক ও বিপ্লবী প্রাণ পুরুষ৷

তাঁর ইন্তেকালে জাতি আজ মুসলিম মিল্লাতের একজন মহান কিংবদন্তি অভিভাবককে হারিয়েছে৷

তিনি আরো বলেন, জাতীয় ও স্থানীয়ভাবে ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এবং সকল প্রকার অন্যায়, অশ্লিলতা ও ইসলাম বিরুধী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তিনি গর্জে উঠতেন এবং জাতিকে জাগিয়ে তুলতেন৷ এজন্য সর্বমহলে তিনি সিংহপুরুষ খেতাবে ভূষিত হয়েছেন৷

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ইসলামের মহান এ খাদিম ও মুসলিম উম্মাহর দরদী অভিভাকের বিদায়ে আমরা এবং পুরো দেশবাসী আজ গভীরভাবে শোকাহত৷

শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামের দোআ করেন!

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের শোক

এদিকে পৃথক এক বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিস'র আমীর, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেট এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান ইন্তেক্বালে শোক প্রকাশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতী তাজুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি কে এম তাহমীদ হাসান।

শোকবার্তায় তারা বলেন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান শুধু সিলেটের বীর ছিলেন না। তিনি ছিলেন সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য অন্যতম সিপাহশালার।

তার মৃত্যুতে ইসলাম, দেশ ও জাতি আজ তাদের অন্যতম এক অবিভাবককে হারিয়েছে।

সবশেষে নেতৃবৃন্দ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

‘দেশ একজন বিজ্ঞ রাজনীতিবিদ সমাজসেবক ও শিক্ষাবিদকে হারালো’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ