শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


খাশোগি হত্যার তদন্ত শেষ করতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: আমেরিকার প্রসিদ্ধ এক্সিওস পোর্টাল জানিয়েছে, মার্কিট পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে জামাল খাশোগি হত্যার তদন্ত শেষ করতে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন।

খবরে বলা হয়, একের পর এক ভয়াবহ তথ্য আসার কারণে পম্পেও যুবরাজকে সতর্ক করে বলেন, রিয়াদ ব্যবস্থা না নিলে ওয়াশিংটন হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা নিবে।

রিয়াদ সফরে এসে পম্পেও বিন সালমানকে বলেন, হত্যা তদন্ত শেষ করতে তার হাতে ৭২ ঘন্টা রয়েছে। এর মধ্যে রিয়াদকে এটা শেষ করতে হবে। কারণ আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। পাশাপাশি নিখোঁজের দূর্বোধ্য জট না খুললে বিশ্বে সৌদির সুনাম ক্ষুণ্ন হবে।

এক্সিওস পোর্টাল জানায়, ছবিতে বিন সালমান ও পম্পেওকে হাসিখুশি দেখালেও তাদের মধ্যে কথাবার্তা বেশ উত্তপ্ত ছিলো।

ইতোপূর্বে সিএনএন একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানায়, সৌদি যদি দ্রুততম সময়ে তদন্ত শেষ না করে তবে আন্তর্জাতিক চাপের কারণে ওয়াশিংটন ব্যবস্থা নেবে।

আমেরিকান নাগরিক ও সৌদি যুবরাজের সমালোচক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশের পর হতে নিখোঁজ। তুরস্কের নির্ভরযোগ্য সূত্র হতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, খাসোগিকে কনস্যূলেট ভবনের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।

সূত্রঃ আলজাজিরা

জামাল খাশোগি জীবনের শেষ কলামে যা লিখেছেন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ