মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


দূর্গাপূজায় মুসলমানদের অংশগ্রহণ জায়েজ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাজুল ইসলাম জালালী: হিন্দুসম্প্রদায়ের দূর্গাপূজায়সহ যে কোনো পূজায় মুসলমানদের উপস্থিত হওয়া অন্যায় ও মারাত্মক গুনাহ।

প্রত্যেক জাতিরই ধর্মীয় উৎসব রয়েছে, মুসলমানদেরও ধর্মীয় উৎসব রয়েছে। মুসলমানদের ধর্মীয় উৎসব মুসলমানগণ ধর্মীয় গন্ডির ভেতরে থেকে পালন করবে। হিন্দুসম্প্রদায়ও তাদের মতো করে তাদের ধর্মীয় পূজা অর্চনা পালন করবে।

মুসলমানগণ তাদের উৎসব পালনে বাধাও দিবে না এবং তাদের উৎসবে অংশকগ্রহণও করবে না। এটাই মুসলমানদের ধর্মীয় রীতি।

অমুসলিমদের কোনো পূজা অর্চনায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য শরিয়তের বিধান মতে জায়েজ নয়।

হিন্দুদের পূজা দেখে আনন্দিত হওয়া, সমর্থন করা ও আফসোস করা এবং তাদের পূজার মতো উৎসবের আকাঙ্ক্ষা করা কুফরি এবং হারাম।

সূত্র: আল-বাহরুর রায়েক-৫/২০৮।

শিরকী কাজে শুভেচ্ছা জ্ঞাপন: কী বলে ইসলাম?

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ