আওয়ার ইসলাম: বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সবাই সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। আসুন, সবাই শান্তিপূর্ণভাবে মিলে মিশে নিজ নিজ ধর্ম পালন করি। এটাই আমাদের দেশের সৌন্দর্য।
বুধবার রাজধানীর রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, এদেশের মানুষ কারও ধর্মের প্রতি কখনই বিদ্বেষমূলক আচরণ করেননি। আর এজন্যই বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব সময় কাজ যাবো।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুসহ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুর হায়দার আফ্রিক, আ ও ম শফিকউল্লাহ, সাইদুর রহমান সাইদ, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানী, মিজানুর রহমান, কাজী হাবিব এবং ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।
ইসলামি সভ্যতার খোঁজে রাশিয়ার পথে পথে
আরএম/